সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডির হেফাজতে রয়েছেন। অপসারিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভা থেকেও।এরকম পরিস্থিতিতে এদিন পার্থর প্রতি ক্ষোভ উগরে দিলেন রায়গঞ্জ ব্লকের অভোর গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, পার্থ চট্টোপাধ্যায় দোষ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রতি অগাধ আস্হা প্রদর্শন করলেন তারা। রায়গঞ্জ শহর থেকে একটু দূরে বিহার সীমান্তে যেতে গৌরি গ্রাম পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের সামনের চায়ের দোকানে বসেছিলেন বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
তাদের মধ্যে তজিমুল হক বলেন, এই সরকার আমাদের জন্য ভালো কাজ করছে। কিন্তু কিছু মন্ত্রী নিজের স্বার্থে টাকা আত্মসাৎ করে সরকারের অর্থব্যবস্থা খারাপ করছে। আমরা চাই, এদেরকে দল থেকে বহিষ্কার করা হোক। বিশু মহম্মদ নামে এক সমর্থক বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক মহিলার কাছ থেকে টাকা পাওয়া গেছে বলে শুনেছি। সরকারের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে হতাশ করবেন না। তোফাজ্জল হোসেন বলেন, আমরা কৃষি কাজ করে খাই। সার, ওষুধ, ডিজেল, পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় আমরা কৃষকেরা বিপদের মধ্যে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে লক্ষীর ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, সমব্যাথী সহ কৃষক বন্ধু উপহার দিয়েছেন। তাই আশা করছি, উনি আমাদের পাশে এসে দাঁড়াবেন।
আরও পড়ুন- সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বাঁকুড়ার শালবনি গ্রাম
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডির হেফাজতে রয়েছেন। অপসারিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভা থেকেও।এরকম পরিস্থিতিতে এদিন পার্থর প্রতি ক্ষোভ উগরে দিলেন রায়গঞ্জ ব্লকের অভোর গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, পার্থ চট্টোপাধ্যায় দোষ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রতি অগাধ আস্হা প্রদর্শন করলেন তারা। রায়গঞ্জ শহর থেকে একটু দূরে বিহার সীমান্তে যেতে গৌরি গ্রাম পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের সামনের চায়ের দোকানে বসেছিলেন বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তাদের মধ্যে তজিমুল হক বলেন, এই সরকার আমাদের জন্য ভালো কাজ করছে।