পার্শ্বশিক্ষকদের হটাতে লাঠিচার্জ পুলিশের

পার্শ্বশিক্ষকদের হটাতে লাঠিচার্জ পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ১৮ ই আগস্ট :পার্শ্বশিক্ষক দের পূর্নশিক্ষক করার দাবিতে শনিবার কল্যাণী মেইন স্টেশন এর কাছে কল্যাণী বাস টার্মিনাল এ আমরণ অনশনে বসেন বিভিন্ন জেলার পার্সশিক্ষক রা | তাঁদের দাবি অবিলম্বে তাঁদের পূর্নশিক্ষক করতে হবে | এই অনশন চলাকালীন সন্ধ্যেবেলা পুলিশ অনশনকারীদের হটাতে তাঁদের ওপর লাঠিচার্জ করে | পুলিশ এর লাঠিচার্জ এ আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক | উল্লেখ্য,বিকেলে এই অনশন চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ | পুলিশ এর তরফ থেকে অনশনকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় | পুলিশ অনশনকারীদের অনশন তুলে নিতে অনুরোধ করে | কিন্তু তারা এই অনশন কল্যাণী থেকে তুলতে অস্বীকার করে | সন্ধ্যে হতেই অনশনকারীদের ওপর লাঠি চালালো পুলিশ | যদিও পুলিশ এ বিষয়ে মুখ খুলতে চায়নি|

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top