পশ্চিম মেদিনীপুর – পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে SUCI। সকাল থেকেই পাশকুড়া জুড়ে এই ধর্মঘটের মিশ্র প্রভাব পরিলক্ষিত হয়েছে। বনমালী কলেজ চত্বরে অবরোধে বসে SUCI-র ছাত্র সংগঠন AIDSO। পাশাপাশি, পাশকুড়া বাসস্ট্যান্ডে পথ অবরোধ করায় প্রায় ২৫ মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভ আরও তীব্র হয়।
ধর্মঘটের কারণে শহরের বেশ কিছু জায়গায় সুনসান পরিবেশ তৈরি হয়। দোকানপাট অনেকটাই বন্ধ ছিল, যদিও কিছু এলাকায় স্বাভাবিক জনজীবন দেখা গেছে। বিকেলে বিজেপির মহিলা মোর্চা ঝাঁটা হাতে মিছিল করার কথা ঘোষণা করেছে। সব মিলিয়ে পাশকুড়ায় মঙ্গলবারের এই ধর্মঘট জনজীবনে মিশ্র প্রভাব ফেলেছে।




















