ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, জ্বালানির পাশাপাশি বাজারও আগুন। চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই দাম চড়া। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। কোথায় গিয়ে খুচরো বাজারের দাম থামবে, তা ভেবে পাচ্ছেন না ক্রেতারা। গত ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির। ফের দেশে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৪ ডলার হয়েছে। কিন্তু তার কোনও প্রভাব পড়ল না ভারতে।
জ্বালানির দাম ফের বাড়ল। সোমবার প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ৪২ পয়সা। বর্তমানে লিটার পিছু পেট্রোলের দাম ১১৩.৪৫ টাকা। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এটাই ভারতে সর্বকালের রেকর্ড দর। রেকর্ড গড়ার পথে রয়েছে ডিজেলও। প্রতি লিটার ডিজেলের দাম বাড়ল ৪০ পয়সা। বর্তমানে এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৮.২২ টাকায়। ১৪ দিনের মধ্যে ১২ দিন জ্বালানির এই হারে দাম বাড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।
যে হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে, তাতে ভবিষ্যতে অন্যান্য সামগ্রীর দাম কতটা বাড়বে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। দুই সপ্তাহের মধ্যে পেট্রোলের দাম বাড়ল ৮.৭৮ টাকা এবং ডিজ়েলের দাম বেড়েছে ৮.৪৩ টাকা। পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য যদিও কেন্দ্রের সরকার অশোধিত তেলের দাম বেড়ে যাওয়াকেই কারণ হিসেবে ব্যখ্যা করেছে। কিন্তু বিরোধী দলের সমস্ত রাজনৈতিক নেতারাই জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য মোদি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। জ্বালানির দাম বৃদ্ধির জন্য প্রতিবাদে রাস্তাতেও নেমেছেন বিরোধী দলের নেতারা।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “একটা অভাবনীয় ব্যাপার ঘটছে। ভয়ঙ্কর ব্যাপার। সম্পূর্ণ বেপরোয়া ভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্র। শুধু কি পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ সবের দাম বাড়ছে। বাজারে এর প্রভাব পড়বে। প্রভাবিত হবে পরিবহণ ব্যবস্থাও। সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষ কোথায় যাবেন! বাজারে আগুন লাগিয়ে দিচ্ছে মোদি সরকার। তেলের দাম সরকারের নিয়ন্ত্রণে নেই বলাটা সবচেয়ে বড় মিথ্যাচার। কারণ পাঁচ রাজ্যে ভোটের আগে তেলের দাম অপরিবর্তিত থাকল কী ভাবে?”
আরও পড়ুন – উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে বাইক পরিষেবা দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কথায়, “কী অবস্থা! প্রতিদিন সকালে আমাদের মর্নিং গিফট দিচ্ছে মোদি সরকার। ঘুম ভাঙলেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি। ১৪ দিনে ১২ বার দাম বাড়িয়ে রেকর্ড গড়েছে। সারের দামও ভয়ঙ্কর ভাবে বাড়ছে। এ সবের প্রভাব পড়বে বাজারে। এই সরকার গত আট বছরে শুধু করবাবদ ২৬ লক্ষ কোটি টাকা রোজগার করেছে। অন্য রাজ্য কিছু কমালেও, বাংলা খআতির করে না। বাংলায় বাংলার মুখ্যমন্ত্রীকে বলব, ভ্যাট একটু হলেও কমাতে।”
যদিও রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যের যুক্তি, “সাম্প্রতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক পরিস্থিতির বাধ্যবাধকতায় দাম বাড়ছে, সরকার এর কোনও নিয়ন্ত্রণ করে না, কোনও বিশেষ রাজনৈতিক ব্যক্তিও দাম নিয়ন্ত্রণ করেন না। পাশাপাশি