পাহাড়জুড়ে তৃনমূল যোগের হিড়িক

পাহাড়জুড়ে তৃনমূল যোগের হিড়িক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঘাসফুল

পাহাড়জুড়ে তৃনমূল যোগের হিড়িক।  উন্নয়নের হাত শক্ত করতে চায় পাহাড়। নতুন বছরে তৃনমূলের হাত শক্ত করে পাহাড়বাসীর জন্য থাকছে উপহার দাবি পাহাড় নেতা বিনয় তামাংয়ের। বিনয়ের হাত ধরে শয়ে শয়ে পাহাড়ের রাজনৈতিক কর্মী-সমর্থকেরা তৃনমূলে যোগদান করতে চলেছে।

 

সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করে কলকাতায় তৃণমূলে যোগ দিয়েছেন পাহাড়ের নেতা বিনয় তামাং। আর এরপরই দার্জিলিং কালিম্পং কার্শিয়াং তরাই ডুয়ার্সের ব্লকে ব্লকে তৃণমূল কর্মী সমর্থকদের শয়ে শয়ে গোর্খা অধ্যুষিত এলাকা থেকে তৃণমূলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে সমর্থকেরা। বৃহস্পতিবার শিলিগুড়ি হিলকার্ট রোডের দার্জিলিং জেলা তৃণমূল কার্যালয়ে দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল চেয়ারম্যান অলোক চক্রবর্তীর নেতৃত্বে দার্জিলিং পুরসভার সাত প্রাক্তন কাউন্সিলর সমেত ৩৩জন যোগদান করেন।

 

আর ওপড়ুন    ফিরে দেখা ২০২১ঃ বছরজুড়ে আলোচনায় যত অপরাধ

 

গোর্খা জনমুক্তি মোর্চার বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এদিন তৃনমূলে যোগদান করে। দার্জিলিং পুরসভার ভাইস চেয়ারম্যান সাগর তামাং, প্রাক্তন কাউন্সিলর শঙ্খ মনি রাই সহ তরাই ডুয়ার্সে নেতৃত্বরা এদিন রাজ্যের প্রাপ্ত মন্ত্রী গৌতম দেব এবং জেলা নেতৃত্ব পাপিয়া ঘোষ এবং অলোক চক্রবর্তীর হাত থেকে তৃণমূলের ঝাণ্ডা তুল নেন। এদিন যোগদানের পর রাজ্যের প্রাপ্ত মন্ত্রী তথা বিদায় পৌর প্রশাসক গৌতম দেব বলেন বিনয় ও এই সকল কর্মীরা তৃনমূলের হাত শক্ত করে পাহাড়ের উন্নয়নে কাজ করবে।

 

বিনয় তামাং জানান এবারে পাহাড়ে শক্তিশালী রূপে তৃণমূল কাজ করবে।তিনি বলেন শুধু পাহাড় নয় জলাপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার গোর্খারা তৃণমূলে যোগদান করবে।এদিনের শুধুমাত্র নেতৃত্বরা তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের কাছ থেকে পতাকা তুলে নিয়ে ময়দানে নামলেন। যা পাহাড়বাসীর কাছে আগামীর উপহার বলে জানান। একইসঙ্গে তিনি বলেন কয়েকশো কর্মী-সমর্থকরা ইতিমধ্যে ইচ্ছা প্রকাশ করে আবেদন করেছেন। নতুন বছরে পাহাড় তরাই ডুয়ার্সে প্রতি ব্লকে ব্লকে যোগদান কর্মসূচি করে তাদের দলের সামিল করা হবে।

 

উল্লেখ্য, পাহাড়জুড়ে তৃনমূল যোগের হিড়িক।  উন্নয়নের হাত শক্ত করতে চায় পাহাড়। নতুন বছরে তৃনমূলের হাত শক্ত করে পাহাড়বাসীর জন্য থাকছে উপহার দাবি পাহাড় নেতা বিনয় তামাংয়ের। বিনয়ের হাত ধরে শয়ে শয়ে পাহাড়ের রাজনৈতিক কর্মী-সমর্থকেরা তৃনমূলে যোগদান করতে চলেছে। সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করে কলকাতায় তৃণমূলে যোগ দিয়েছেন পাহাড়ের নেতা বিনয় তামাং। আর এরপরই দার্জিলিং কালিম্পং কার্শিয়াং তরাই ডুয়ার্সের ব্লকে ব্লকে তৃণমূল কর্মী সমর্থকদের শয়ে শয়ে গোর্খা অধ্যুষিত এলাকা থেকে তৃণমূলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে সমর্থকেরা।

 

বৃহস্পতিবার শিলিগুড়ি হিলকার্ট রোডের দার্জিলিং জেলা তৃণমূল কার্যালয়ে দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল চেয়ারম্যান অলোক চক্রবর্তীর নেতৃত্বে দার্জিলিং পুরসভার সাত প্রাক্তন কাউন্সিলর সমেত ৩৩জন যোগদান করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top