Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
পাহাড় সফরের দ্বিতীয় দিনে জনসংযোগে মজলেন মুখ্যমন্ত্রী 

পাহাড় সফরের দ্বিতীয় দিনে জনসংযোগে মজলেন মুখ্যমন্ত্রী 

পাহাড় সফরের দ্বিতীয় দিনে জনসংযোগে মজলেন মুখ্যমন্ত্রী 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাহাড় সফরের দ্বিতীয় দিনে জনসংযোগে মজলেন মুখ্যমন্ত্রী । সোমবার ছিল মনোনীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরের দ্বিতীয় দিন। এদিন সকাল সকালই জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৫ কিমি রাস্তা পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে খোঁজ নিলেন দার্জিলিংয়ের বাসিন্দাদের। এদিন সকালে আকাশে ছিল ঘন কালো মেঘের ঘটা। তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়নি। তাই বলে পর্যটকদের আনাগোনা কিছু কম ছিল না।

 

এদিন ভিড় দেখে  রাজ্যের পর্যটন দফতরকে আরও বেশি করে ট্যুরিজম ডেভালপমেন্টের বিষয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিংমারি থেকে হেঁটে চৌরাস্তার দিকে এগোচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায় দার্জিলিংয়ের বাসিন্দা বৃদ্ধা বিষ্ণু তামাংয়ের। বয়সের ভারে ন্যুব্জ হয়ে হাঁটছিলেন বৃদ্ধা। মুখ্যমন্ত্রীর নজর পড়তেই খোঁজ নেন তাঁর শারীরিক অবস্থার। কোমরে অসুবিধার কথা তিনি জানান। এর পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা জেলাশাসককে নির্দেশ দেন, ওই মহিলার বাড়ির সাথে যোগাযোগ করুন।

আর ও পড়ুন     ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল

কোমরে একটা মেডিক্যাল বেল্টের ব্যবস্থা করে দিন। এর পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আর যা যা দরকার সেই সব সাহায্য যেন করা হয় তার নির্দেশ দেন তিনি। এরপর এদিন জোড়বাংলোর মোড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় স্থানীয় বাসিন্দাদের সাথে। সেখানেই অপেক্ষা করছিল একটি পরিবার। এক মহিলা দাঁড়িয়ে ছিলেন একটি ফুটফুটে কন্যাকে নিয়ে৷ মুখ্যমন্ত্রী তাকে কোলে তুলে নেন। এবং তাঁর নাম দেন অগ্নি। এর পাশাপাশি রাস্তায় বাচ্চাদেরকে চকোলেটও দেন মুখ্যমন্ত্রী।

 

উল্লেখ্য, পাহাড় সফরের দ্বিতীয় দিনে জনসংযোগে মজলেন মুখ্যমন্ত্রী । সোমবার ছিল মনোনীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরের দ্বিতীয় দিন। এদিন সকাল সকালই জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৫ কিমি রাস্তা পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে খোঁজ নিলেন দার্জিলিংয়ের বাসিন্দাদের। এদিন সকালে আকাশে ছিল ঘন কালো মেঘের ঘটা। তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়নি। তাই বলে পর্যটকদের আনাগোনা কিছু কম ছিল না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top