পিকআপ,দেড় লক্ষ টাকার ট্রাক্টর সামগ্রী সহ চুরি চক্রের আট পান্ডা গ্রেপ্তার সামসেরগঞ্জে। ফের সামসেরগঞ্জ থানার বড়সড় সাফল্য। একটি পিকআপ, দেড় লক্ষ টাকার ট্রাক্টর সামগ্রী সহ চুরি চক্রের আট পান্ডাকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ।
বুধবার রাতেই সামসেরগঞ্জের পুঠিমারী ব্রিজের নীচে ফিডার ক্যানেলের ধার মালঞ্চা যাওয়ার রাস্তার উপর তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সেলিম শেখ, পিন্টু শেখ, আক্রম সেখ, আসমাউল সেখ, রিন্টু সেখ, মনিরুল সেখ, ইসমাইল সেখ এবং সফিকুল সেখ। প্রথম সাতজনের বাড়ি সামসেরগঞ্জ থানা এলাকা হলেও সফিকুল ইসলামের বাড়ি বাড়ি সুতি থানা এলাকায়।
ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিকআপ, প্রায় দেড় লক্ষ টাকা দামের ট্রাক্টরের সামগ্রী, একটি নেট কাঁটার, তিনটি চাকু, চারটি জ্যাকেট গ্রীন, একটি অন ডিউটি টেলিকম বোর্ড। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়। ধৃতরা এসমস্ত সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় চুরি চক্র চালাতো বলেই জানতে পেরেছে পুলিশ। চুরি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল
উল্লেখ্য, ফের সামসেরগঞ্জ থানার বড়সড় সাফল্য। একটি পিকআপ, দেড় লক্ষ টাকার ট্রাক্টর সামগ্রী সহ চুরি চক্রের আট পান্ডাকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতেই সামসেরগঞ্জের পুঠিমারী ব্রিজের নীচে ফিডার ক্যানেলের ধার মালঞ্চা যাওয়ার রাস্তার উপর তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সেলিম শেখ, পিন্টু শেখ, আক্রম সেখ, আসমাউল সেখ, রিন্টু সেখ, মনিরুল সেখ, ইসমাইল সেখ এবং সফিকুল সেখ।
প্রথম সাতজনের বাড়ি সামসেরগঞ্জ থানা এলাকা হলেও সফিকুল ইসলামের বাড়ি বাড়ি সুতি থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিকআপ, প্রায় দেড় লক্ষ টাকা দামের ট্রাক্টরের সামগ্রী, একটি নেট কাঁটার, তিনটি চাকু, চারটি জ্যাকেট গ্রীন, একটি অন ডিউটি টেলিকম বোর্ড। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়। ধৃতরা এসমস্ত সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় চুরি চক্র চালাতো বলেই জানতে পেরেছে পুলিশ। চুরি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।