নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১১ জানুয়ারি, বীরভূমের পারুই থানার অন্তর্গত বড় কুষ্টিকুড়ি গ্রামের একটি নির্মীয়মান বাড়িতে কয়েকজন যুবক পিকনিক করছিল।সেখানেই কার্নিশ গায়ের উপর ভেঙে পড়ায় এক যুবকের মৃত্যু হয়।মৃত যুবকের নাম শেখ আনোয়ার (বয়স ২০)।
জানা গিয়েছে, পিকনিক করার সময় শেখ আনোয়ার বাড়ির দরজার কার্নিশ ধরে ঝুলতে যায়, সেখানেই ঘটে এই বিপত্তি। ঝুলতে ঝুলতে হঠাৎই কংক্রিটের ওই কার্নিশ ভেঙে পড়ে ওই যুবকের ওপর। রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে ওই যুবককে।



















