নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর, পিকনিকে গিয়ে স্নান করতে নেমে কেঠিয়া খালের জলে তলিয়ে গেল তিন বন্ধু। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জাড়া এলাকায়। তলিয়ে যাওয়া তিন বন্ধু শোভনকান্তী রায়, অর্ক রায় ও শুভজিৎ মঙ্গল। প্রত্যকের বয়স ৩২ এর আশেপাশে এবং তিনজনই জাড়া এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।জানা যায়, তিন জনের মধ্যে শোভনকান্তী রায় পেশায় প্রফেসার, অর্ক রায় বেসরকারি সংস্থায় কর্মরত এবং অপরজন শুভজিৎ মঙ্গল বর্তমানে মাস কমিউনিকশনের ছাত্র এমনটাই স্থানীয় সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, শনিবার জাড়া এলাকার কাতারডাঙ্গা এলাকায় মোট ৮ জন বন্ধু পিকনিক করার সময় ৩ জন পিকনিকস্থল থেকে দূরে কেঠিয়া খালে স্নান করতে যাওয়ার কথা বলে বেরোয়। সন্ধ্যা গড়িয়ে গেলে তিন বন্ধু না ফেলায় কেঠিয়া খালে বাকি বন্ধুরা খোঁজ করলে খালের ধারে তিন জনের পোশাক, জুতো মিললেও শোভনকান্তী, অর্ক ও শুভজিৎ এর কোনও হদিশ মেলে না।বাকিরা বেগতিক বুঝে স্থানীয়দের পুরো ঘটনা জানালে ঘটনার খবর চন্দ্রকোনা থানায় দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, অন্ধকারে লাইট জ্বেলে পুলিশ ও স্থানীয়রা খালের জলে খোঁজার চেষ্টা করলেও কাল রাত পর্যন্ত তিন জনের কোনও হদিশ মেলেনি।
আজ সকালে প্রথম দুজন উদ্ধার হয় শেষে আসানসোলের ডুবুরির দ্বারা আরও একজনকে উদ্ধার করা হয়।