নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৭ ডিসেম্বর, জামুড়িয়ার ৯ নম্বর ওয়ার্ডের উপর জবা নীলকুঠি এলাকার একটি পুকুরে আজ বেলা এগারোটা নাগাদ লাগোয়া এলাকায় পিকনিক করতে এসে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় বছর ১৪-র বোগড়া গ্রামের ছেলে আদিত্য ঘোষ।
ঘটনার খবর পেয়ে পুলিশের কাছে পৌঁছতে পুলিশ ডিজেস্ট্রেস মানেজমেন্ট গ্রুপের বিপর্যয় মোকাবিলা র সদস্যদের সঙ্গে নিয়ে উদ্ধারকার্যে নামে। বেশ কিছুক্ষন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার চালানোর পর শেষমেষ দুপুর চারটে নাগাদ ২ জন ওই দশম শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, আজ সকালে ৬ জন বন্ধু মিলে ওই অংশের পিকনিক করতে গিয়ে লাগোয়া এলাকায় পুকুর দেখে পুকুরে ঝাপ দেয়। তারই মধ্যে আদিত্য ঘোষ জলে ঝাঁপ দিলে তলিয়ে যায়। বিষয়টি দেখে অন্য বন্ধুরা প্রতিবেশীদের খবর দেয় পরে পুলিশ পৌঁছে বিপর্যয় মোকাবিলা দপ্তর এর সাহায্যে ডুবুরি নামিয়ে উদ্ধার করে দেহ।