পিরিয়ডের সময়ে কি ওজন বাড়ে

পিরিয়ডের সময়ে কি ওজন বাড়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পিরিয়ডের সময়ে কি ওজন বাড়ে। পিরিয়ডের সময়টা যে যন্ত্রণাদায়ক, তা স্বীকার করেন সব নারীই। এ সময়ে পেটে ব্যথা, ত্বকের সমস্যা ও পেট ফাঁপায় ভোগেন বেশিরভাগ নারী। কিন্তু আরও একটি সমস্যা দেখা যায় এ সময়ে, আর তা হলো ওজন বাড়া। হ্যাঁ, আসলেই পিরিয়ড চলাকালীন ওজন বাড়ে, আর এর জন্য দায়ী হলো এ সময়ে শরীরে হরমোনের ওঠানামা।

 

পিরিয়ডের সময়ে মূলত শরীরে জল জমে, এ কারণে সাময়িকভাবে তার ওজন বাড়তে পারে। পিরিয়ডের ঠিক আগে শরীরে প্রজেস্টেরন হরমোন বেড়ে যায়। প্রজেস্টেরন শরীরে জল জমা হবার জন্য দায়ী, কারণ এর প্রভাবে রক্তনালিকা থেকে তরল বের হয়ে যায় ও আশেপাশের কোষে জমা হয়। আরও একটি উপায়ে প্রজেস্টেরন আপনার ওজন বাড়ানোর জন্য দায়ী হতে পারে। প্রজেস্টেরন হলো সেই হরমোন যার কারণে পিরিয়ডের কিছুদিন আগে থেকেই আপনার মন-মেজাজ খারাপ থাকে।

 

মেজাজ খারাপ ও মানসিক চাপের কারণে অনেকেই ‘স্ট্রেস ইটিং’ বা মন ভালো করার জন্য ফাস্ট-ফুড ও মিষ্টি খাবার বেশি খান। এ কারণেও এ সময়ে কিছুটা ওজন বেড়ে যায়। কিন্তু ঠিক কতটা ওজন বাড়ে এ সময়ে? না, হুট করে দশ কেজি ওজন বেড়ে যাবে না, ভয় নেই। কিন্তু আপনার চোখমুখ ফোলা দেখাতে পারে ও পেট ফেঁপে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আধ কেজি থেকে ৩ কেজির মত ওজন বাড়তে দেখা যায়। কী করা উচিত এ সময়ে?

আর ও পড়ুন  একাধিক ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

শরীরে জল এসে যেহেতু ওজন বাড়ে তাই অনেকে মনে করবেন হয়তো জল কম পান করতে হবে এ সময়ে। আসলে কিন্তু তা নয়! বরং এ সময়ে বেশি করে জল পান করতে হবে। কারণ একদিকে রক্তপাত ও আরেকদিনে শরীরে জল জমাতে আপনি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারেন। ফলে ক্লান্তি খুব সহজেই আপনাকে জেঁকে ধরবে। সুস্থ থাকতে বেশি করে জল পান করুন। হাতের কাছেই রাখুন জলের বোতল। অন্তত ২ লিটার জল পান করুন একদিনে। অনেক নারীই সাধারণত এতটা জল পান করেন না। কিন্তু পিরিয়ডের সময়ে পর্যাপ্ত জল পান করাটা সুস্থ থাকার জন্য জরুরী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top