বিনোদন – টলিপাড়ার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় সাধারণত কড়া ডায়েট, যোগা আর জিম মেনে নিজের ছিপছিপে ফিগার ধরে রাখেন। তবে সপ্তাহান্ত মানেই একটু ছাড়! শনি-রবিবারের উইকেন্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে ডায়েট ভুলে শুভশ্রী মন দিলেন পিৎজ্জায়। পাশে ছিলেন পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভান।
আদ্যোপান্ত বাঙালি মেয়ে শুভশ্রী, যিনি মিষ্টি থেকে মাটন—সব লোভনীয় খাবারই ডায়েটের কারণে এড়িয়ে চলেন। তবু উইকেন্ডে খানিকটা নিজের মনের মতো খাবার খেতেই দেখা যায় তাঁকে। ইউভানকে কোলে নিয়েই ইতালিয়ান খাবারে মজলেন নায়িকা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও হয়েছে।
দুই সন্তানের মা হয়েও শুভশ্রীর ফিগার দেখে তা বোঝার উপায় নেই। প্রেগন্যান্সির পর শরীরচর্চা ও ডায়েট আবারও নতুন করে শুরু করেছিলেন তিনি। তবে দিনের শেষে শুভশ্রীও একেবারে খেতে ভালবাসেন। তাঁর প্রিয় খাবারের তালিকায় রয়েছে ফুচকা, যা নিয়ে নায়িকার একাধিক মজার কাহিনিও রয়েছে। একবার ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় তিনি ৬৪টি ফুচকা খেয়ে সবাইকে অবাক করেছিলেন।
