
কোলকাতা:- পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানপদে মুকুল রায় কে বসানোর প্রতিবাদে বিধানসভার বিভিন্ন কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন বিজেপির ৮জন বিধায়ক।। ইস্তফা দিলেন শ্রীকৃষ্ণ কল্যাণী, নিখিল রঞ্জন দে, বিষ্ণুপদ শর্মা, দীপক বর্মন আনন্দময় বর্মন, অশোক কীর্তনীয়া, মিহির গোস্বামী ,মনোজ টিগ্গা।