বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর, রবিবার সকালে মমান্তিক ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি থানার জেমো এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়
পরিবার সুত্রে জানা গিয়েছে এদিন সকাল ১০ টা নাগাদ বাড়ির ভেতর খেলতে খেলতে হটাৎ বাড়ির পাশে পুকুরের ধারে চলে যায় বছর চারেকের রিয়া খাতুন নামে ওই শিশুটি এবং হটাৎই পুকুরের জলে পরে যায় সে, তার মির্গী রোগ থাকায় সে পুকুর থেকে উঠে আসতে পারেনি। মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষণ বাদে স্থানীয় বাসিন্দারা শিশু টির দেহ বাড়ির পাশে পুকুরে ভাষতে দেখেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে কান্দি মহকুমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষনা করেন, পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়