নদীয়া – নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর উত্তর কলোনী এলাকায় রাতভর বৃষ্টিতে পুকুরের জল উপচে গোটা এলাকা জলমগ্ন। দূষিত জলে ভাসছে রাস্তা ও ঘরবাড়ি, হাঁটাচলা করতে হচ্ছে কোমরজল ঠেলে। পরিস্থিতি আরও ভয়াবহ কারণ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড় ও সাপ, আতঙ্কে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার অভাবে এমন জলজটের শিকার হতে হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ—সকলেই জলযন্ত্রণায় ভুগছেন। স্থানীয়রা অবিলম্বে দ্রুত নিকাশি ব্যবস্থার দাবি তুলেছেন। পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আধুনিক জলনিকাশির কাজ শীঘ্রই শুরু হবে। তবে বিরোধীরা প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন।
