নিজস্ব সংবাদদাতা ৮ ডিসেম্বর ২০২০ উত্তর দিনাজপুর:পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার নলপুকুর গ্রামে।

মৃত ব্যক্তির নাম বিশু কর্মকার ।বয়স ৫০ বছর। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার নলপুকুরের বাসিন্দা পেশায় ট্র্যাক্টরের ট্রেলার তৈরির মিস্ত্রি বিশু কর্মকার গত শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তাঁকে পাননি। রবিবার রায়গঞ্জ থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়। তিনদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পুকুরে বিশু কর্মকারের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। এলাকার পরিচিত মুখ বিশু কর্মকারের এভাবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নলপুকুর গ্রামে। কেউ তাঁকে খুন করে এখানে ফেলে দিয়েছে না জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে তাঁর তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।