বৃহস্পতিবার বারাসত সরোজিনী পল্লী এলাকায় পুকুরে ডুবে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য বন্ধুদের মধ্যে।স্থানীয়দের বক্তব্য ৫ বন্ধু স্নান করতে সকালে সরোজিনী পল্লীর পুকুরে নামে,৫ জনের মধ্যে অর্জুন সাহা নামে বছর ১৮ র এক যুবক জলে ডুবে যায়,বন্ধুরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি,পরে যখন স্থানীয়দের প্রচেষ্টায় তোলা হয়,কিন্তু সেই সময় তার কোন সারা পাওয়া যায়না,এম্বুলেন্স ডেকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
অর্জুন এর বাড়ি খড়দায়,কল্যাণী পাবলিক স্কুলে দ্বাদশ শ্রেনীতে পড়ে।পড়াশোনা সূত্রে সে বামনগাছিতে থাকে।অর্জুন এর এক বন্ধ্য জানান সে আজ যাদের সাথে পুকুরে এসেছিলো,তারা প্রত্যেকেই নতুন বন্ধু,অর্জুন সাঁতার জানেনা বলে পুকুরে নামতে চায়নি,বাকিরা জোর করে টেনেহিঁচড়ে পুকুরে নামায়,তারপরেই ঘটে এই দুর্ঘটনা।প্রত্যেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথা অসংগতি লক্ষ্য করা যায়,এক এক সময় এক এক রকম কথা বলে।মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ।এই ঘটনার পর সরোজিনী পল্লীর পুকুর অনির্দিষ্টকালের জন্য স্নান করা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন – সহকারি তন্তু পাট দিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরির এক বিশেষ প্রশিক্ষণ শিবির
উল্লেখ্য, বৃহস্পতিবার বারাসত সরোজিনী পল্লী এলাকায় পুকুরে ডুবে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য বন্ধুদের মধ্যে।স্থানীয়দের বক্তব্য ৫ বন্ধু স্নান করতে সকালে সরোজিনী পল্লীর পুকুরে নামে,৫ জনের মধ্যে অর্জুন সাহা নামে বছর ১৮ র এক যুবক জলে ডুবে যায়,বন্ধুরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি,পরে যখন স্থানীয়দের প্রচেষ্টায় তোলা হয়,কিন্তু সেই সময় তার কোন সারা পাওয়া যায়না,এম্বুলেন্স ডেকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
অর্জুন এর বাড়ি খড়দায়,কল্যাণী পাবলিক স্কুলে দ্বাদশ শ্রেনীতে পড়ে।পড়াশোনা সূত্রে সে বামনগাছিতে থাকে।অর্জুন এর এক বন্ধ্য জানান সে আজ যাদের সাথে পুকুরে এসেছিলো,তারা প্রত্যেকেই নতুন বন্ধু,অর্জুন সাঁতার জানেনা বলে পুকুরে নামতে চায়নি,বাকিরা জোর করে টেনেহিঁচড়ে পুকুরে নামায়,তারপরেই ঘটে এই দুর্ঘটনা।