পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল কিশোরের. বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার এলাকায়। জানা গেছে মৃত ওই কিশোরের নাম দেবজিৎ সরকার। তার বয়স ১৪ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বন্ধুদের সঙ্গে চুরা ভান্ডারের ভাঙ্গা মালির বুথ এলাকার একটি পুকুরে স্নান করতে নেমে দুপুরবেলা এই ঘটনাটি ঘটেছে।
দেবজিৎ জলে ডুবে গেলে বাকি বন্ধুরা এলাকার মানুষকে খবর দেয়। প্রাথমিকভাবে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি। জানা গেছে ওই পুকুরটি অনেকটাই গভীর। এদিকে ঘটনার পরেই খবর দেওয়া হয় ময়নাগুড়ি পুলিশ ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সদের। এমনকি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের উদ্ধারকারী দল।
আরও পড়ুন – ব্যারাকপুরে আয়োজিত হলো রোজগার মেলা
তারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর প্রায় ঘন্টা দুয়েক পর কিশোরের দেহ খুঁজে পান। দ্রুত উদ্ধার করে কিশোরকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাগুড়ি পুলিশ সূত্রে জানা গেছে মৃত দেহটি উদ্ধার করা হয়েছে। সোমবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
জানা গেছে মৃত ওই কিশোরের বাড়ি চুরা ভান্ডার এলাকায়। বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামে খেলা করতে যেত। রবিবার এই ঘটনা ঘটার পরেই পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে যান।
কান্নায় ভেঙে পড়েন দেবজিতের পরিবারের সদস্যরা। মৃত দেবজিৎ সরকারের বাবা বিশ্বজিৎ সরকার বলেন,”আমি বাড়িতে ছিলাম না খবর পেয়ে এখানে আসি। ও মাঝে মাঝেই বন্ধুদের সাথে এদিকে খেলা করতে আসতো। স্নান করতে নেমেই এই ঘটনা ঘটেছে।”