এবার পুজোয় সেলেব ট্রেন্ড কী? জানতে দেখুন আমাদের প্রতিবেদনটি

এবার পুজোয় সেলেব ট্রেন্ড কী? জানতে দেখুন আমাদের প্রতিবেদনটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পুজোয়

এবার পুজোয় সেলেব ট্রেন্ড কী? জানতে দেখুন আমাদের প্রতিবেদনটি। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। আকাশে বাতাশে বইছে পুজোর গন্ধ। চারিদিকে কাশফুলের গন্ধ আর যেন বাজছে মায়ের আগমনি শুর। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কেনাকাটা। পুজো দিনগুলিতে একটু নতুনত্ব চাই চাই সবার। তবে এবছরের ট্রেন্ড কী?

 

আজ আমরা আপনাদের সঙ্গে পোশাকের ট্রেন্ড নিয়ে কথা বলব। ছেলেদের এমনিতেও পরার মতো ড্রেসের বেশি ভ্যারাইটি নেই। তবে দুর্গাপুজো মানেই একটা অভিনব ব্যাপার থেকেই যায়। তাই না? এবছরের পুজোয় কীভাবে সাজবেন ছেলেরা? পুজোর মানেই পাঞ্জাবির প্রতি এক অন্যরকম টান।

 

পুজোর সকালে পরতে পারেন হাল্কা কাঁথাস্টিচের কাজ করা সুতির পাঞ্জাবি, সঙ্গে সাদা পায়জামা। সন্ধ্যাতেও পাঞ্জাবি পরতে চাইলে, অবশ্যই সিল্কের পাঞ্জাবি বাছুন। এখন সিল্কের উপর নানা প্রিন্টেড ফ্যাশনের পাঞ্জাবি এসেছে। তবে লম্বা পাঞ্জাবি পছন্দ না হলে সেক্ষেত্রে কুর্তা পরতে পারেন। সঙ্গে ডেনিম বা চিনোস। অষ্টমীর দিন বাঙালি সাজে নিজেকে সাজাতে চান?

 

তাহলে পাঞ্জাবির সঙ্গে ধুতি মাস্ট। সেক্ষেত্রে তসরের পাঞ্জাবির পরবেন। তবে কি ধুতি পরতে জানেন না? কোনও অসুবিধে নেই, এখন বাজারে স্টিচ-করা ধুতি পাওয়া যায়। হাল্কা রঙের পাঞ্জাবি পরলে গাঢ় রঙের ধুতি পরবেন। পুজোর চারদিন তো আর পাঞ্জাবি পরতে মন যাবে না। সেক্ষেত্রে ডেনিমের সঙ্গে আজরক প্রিন্ট শার্ট পরুন। এখন এই ট্রেন্ড ফ্যাশনদুনিয়া কাঁপাচ্ছে। এটা ইন্দো-ওয়েস্টার্ন লুক দেবে আপনাকে। এছাড়াও চেক শার্টও কিনতে পারেন। এছাড়াও আরও অনেক নতুন ডিজাইনের ড্রেস রয়েছে। আপনার পছন্দ মতো পরতে পারেন।

 

আর ও  পড়ুন    মুখে নয়, এবার পর্দায় জবাব দিতে চান পরীমনি

 

এছাড়া এবার পুজোয় পাতিয়ালা কিংবা পালাজো নয়, এবার পুজোয় নজর কাড়তে স্টকে রাখুন একটি ধুতি প্যান্ট। এই ধরনের পোশাকের সঙ্গে যেকোনও ধরনের কুর্তি কিংবা টপ পরে ফেলা যেতে পারে। রঙের ক্ষেত্রে এবার নজর কাড়ছে সাদা। তাই অতি অবশ্যই সংগ্রহে রাখুন একটি সাদা পোশাক। যা আপনাকে সকলের নজরের কেন্দ্রে রাখবে। শাড়ি হোক কিংবা কুর্তি, সঙ্গে একটা সাদা পোশাক সঙ্গে রাখুন।

 

হালকা পোশাক, খুব বেশি ফিটিংস এবারের চল নয়। যদি সেলিব্রিটি প্রোফাইলে নজর রাখা যায় তবে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে তা হল এবারে ঢিলে পোশাকের চল। অনেকেই এই নিয়ে ট্রোলের শিকার হলেও অবশেষ এটিই বর্তমানে সেট করল ট্রেন্ড।এবার বেশি ভারী গহনার চল একে বারেই নেই ট্রেন্ডে। হালকা একটা দুল, সঙ্গে একটা পাতলা চেন। কিংবা স্টকে রাখা যেতে পারে গামছা লুকের একটি সেট। যা যেকোনও নিলেন কিংবা হালকা রঙের পোশাকের সঙ্গে পোশাকের সঙ্গে পরা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top