নিউজ ডেস্ক ১৬অক্টোবর ২০২০:আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে শহর। এবার দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি মহিলাদের নিরাপত্তা এবং বিসর্জন নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি পুলিশ।
দর্শনার্থীদের ভিড় আটকাতে বিশেষ গোয়েন্দা দল তৈরি করা হয়েছে। মেয়েদের উত্যক্ত করা আটকাতে থাকছে মহিলা বাহিনী। তাছাড়াও ড্রোনের মাধ্যমে মণ্ডপে নজরদারি চালানোর ব্যাবস্থা নেওয়া হয়েছে।এলাকায় তৈরি করা হচ্ছে ওয়াচ টাওয়ার। বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের তরফে শরৎ সদনে ঘোষণা করা হয়েছে এইসব নীতি গুলি।সভায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপরায়,জেলাশাসক মুক্তা আর্য,পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল এবং হাওড়ার সিটি পুলিশের উচ্চ পদস্থ কর্মচারীরা। এছাড়াও পুজোর পর প্রতিমা নিরঞ্জনে একটি গাড়িতে সর্বাধিক ৬জন ব্যাক্তিকে যাওয়ার আদেশ দিলেন পুলিশ কমিশনার। হচ্ছেনা বিসর্জনের শোভা যাত্রা।