বিনোদন – কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অনুরাগ বসুর মেট্রো ইন দিনো… ছবিতে অনুপম খেরের পুত্রবধূর ভূমিকায় দেখা গিয়েছে দর্শনা বণিককে। টলিউড ছাড়িয়ে বলিউড ও বাংলাদেশি সিনেমাতেও নিজের পরিচয় তুলে ধরেছেন অভিনেত্রী। কাজের ব্যস্ততার মধ্যেও দুর্গাপুজো নিয়ে তাঁর উৎসাহ-উদ্দীপনা বরাবরই তুঙ্গে থাকে। বিয়ের পর সৌরভের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় পুজো। যত ব্যস্ততাই থাক, পুজোর আগেই সব কাজ মিটিয়ে এবারও কলকাতায় পরিবার ও সৌরভের সঙ্গে উৎসব কাটাবেন দর্শনা।
সল্টলেকের মেয়ে হলেও বিয়ের পর বেহালায় সংসার করছেন অভিনেত্রী। তবে পুজোয় নিজের বাড়িতেও সময় কাটাবেন তিনি। ষষ্ঠী থেকে দশমীর প্ল্যান নিয়ে দর্শনা জানান, “এবারও পরিবারের সঙ্গেই সময় কাটাব, মজা করব, খাওয়া-দাওয়া, আড্ডা আর নতুন জামা-কাপড় পরা—সবই থাকবে। তার সঙ্গে প্যান্ডেল হপিং, ভোগ খাওয়া, অঞ্জলি দেওয়া আর ভাসানও।” সৌরভের সঙ্গে পুজোর প্ল্যান প্রসঙ্গে তিনি বলেন, “পুজোয় একসঙ্গে ঠাকুর দেখা, পরিবারের সঙ্গে সময় কাটানো আর একদিন মহাভোগ খাওয়ার প্ল্যান রয়েছে।”
শৈশবের পুজোর স্মৃতিও ভাগ করে নিলেন অভিনেত্রী। তিনি বলেন, “ছোটবেলায় রোজ অঞ্জলি দিতাম। বাবা-ঠাকুমাদের দেখে অভ্যস্ত ছিলাম। ষষ্ঠীর সকালে ঢাক বাজতেই অন্যরকম অনুভূতি হত। মা তাড়াতাড়ি স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিত। তখন ক্যাপ, খেলনা বন্দুক আর নতুন জামাই ছিল পুজোর আনন্দ।”
এ বছরের কেনাকাটায়ও চমক থাকছে। দর্শনা জানান, তিনি এথনিক পোশাক বিশেষ করে শাড়ি পরতে ভালোবাসেন। তাই শাড়ি ও গয়নাগাঁটিই রয়েছে তাঁর তালিকায়। নিজের জন্য ইতিমধ্যেই কেনাকাটা শেষ করেছেন, সৌরভও উপহার দিয়েছেন তাঁকে শাড়ি। অন্যদিকে দর্শনা জানিয়েছেন, “আমার শপিং করতে গেলে সৌরভের জন্যই বেশি জিনিস কেনা হয়ে যায়।”
কঠোর ডায়েট আর শরীরচর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখলেও পুজোর ক’টা দিনে নো-ডায়েট মুডে থাকেন অভিনেত্রী। তিনি বলেন, “একদিন চিকেন রোল চাই, একদিন রাস্তার ঘুগনি, ফুচকা, আইসক্রিম—মানে পুজোর চারদিনই সবকিছু চাই। বিশেষ করে মিষ্টি আমি ভীষণ ভালোবাসি।”

 
								



















 
															 
															