পুজোয় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’, ট্রেলারে টানটান উত্তেজনা

পুজোয় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’, ট্রেলারে টানটান উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা–শিবপ্রসাদ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ ২’। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। ইতিমধ্যেই প্রকাশিত ট্রেলারে মিমি–আবিরের অপরাধী খোঁজার টানটান দৃশ্য দর্শকের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি করেছে। সমুদ্রতটে নীল বিকিনিতে মিমির উপস্থিতি, রোদচশমায় আবিরের অ্যাকশন হিরো অবতার, সঙ্গে নুসরত, অঙ্কুশ ও কৌশানীর ঝলক বিশেষ আকর্ষণ।

প্রথম ছবিতে খাগড়াগড় বিস্ফোরণ উঠে এসেছিল। এবার গল্পে থাকছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। দেখা যাবে নড়াইলের ভদ্রবিলার ঘোষবাড়ি, রাধা–গোবিন্দ মন্দির ও শুভ্রাদেবীর শৈশবের স্মৃতি। পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ ও ‘ভিলেন মুনিরে’র উল্লেখও উঠে আসবে বড়পর্দায়। সব মিলিয়ে ‘রক্তবীজ ২’ ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top