পুজোর আগেই কি বাড়ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ভাতা? জল্পনায় উত্তাল রাজ্য

পুজোর আগেই কি বাড়ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ভাতা? জল্পনায় উত্তাল রাজ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পুজোর আগে রাজ্যের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভাতা বাড়ছে—এমন গুঞ্জনে এখন সরগরম রাজ্যজুড়ে আলোচনা। উৎসবের মরশুমে কেনাকাটার ভিড়ের মাঝে এই খবরে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে। লক্ষাধিক মহিলা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন, তাই সম্ভাব্য ভাতা বৃদ্ধির খবর দ্রুতই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে বর্তমানে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পান। এখন সাধারণ জাতিভুক্ত মহিলাদের মাসে ১,০০০ টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলাদের ১,২০০ টাকা ভাতা দেওয়া হয়।

গুঞ্জন অনুযায়ী, ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ জাতিভুক্ত মহিলাদের জন্য ১,৫০০ টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলাদের জন্য ১,৮০০ টাকা করা হতে পারে। এমনও শোনা যাচ্ছে, বাড়তি ভাতা ১০ সেপ্টেম্বরের মধ্যে অথবা পুজোর আগেই সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে।

তবে, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি। রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ দপ্তরও এই বিষয়ে মুখ খোলেনি। আপাতত এটি গুঞ্জন মাত্র, কিন্তু পুজোর আগে সত্যিই সুখবর আসবে কি না, সেই দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষাধিক সুবিধাভোগী মহিলা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top