কলকাতা – দৈনন্দিন ভোগান্তির তালিকায় নতুন সংযোজন করল কলকাতা মেট্রো। পুজোর আগে এক ধাক্কায় কমানো হল ৩২টি ট্রেন। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রতিদিনের ২৭২টি পরিষেবা কমে দাঁড়াচ্ছে ২৪০-এ। তবে পুরোপুরি বন্ধ হচ্ছে না পরিষেবা। নতুন পরিকল্পনা অনুযায়ী, এই ৩২টি ট্রেন প্রতিদিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত চলবে এবং ফের সেখান থেকে দক্ষিণেশ্বরে ফিরবে। এগুলি আর দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত রেক নিয়েই পরিষেবা চালাতে গিয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বর্তমানে ইস্ট-ওয়েস্ট ও উত্তর-দক্ষিণ করিডর মিলিয়ে হাতে আছে মাত্র ২৮টি রেক। সেই সীমিত রেক দিয়েই দিনভর যাত্রী চাপ সামলাতে হচ্ছে। যদিও সম্প্রতি আরও কিছু ডালিয়ান কোচ বন্দরে এসে পৌঁছেছে, কিন্তু সেগুলি ট্রায়াল রান না হওয়ায় পরিষেবায় নামানো যায়নি। কবে থেকে নতুন রেক চালু হবে, তাও এখনও স্পষ্ট নয়।
