কলকাতা -পুজোর আগে ফের চাঁদাবাজির ঘটনায় উত্তাল তপশিয়া। এলাকার ব্যবসায়ীকে মারধরের অভিযোগে দীপক দে এবং রবিন নামে দুই ব্যক্তিকে ধর্মতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব থেকেই এই ঘটনার সূত্রপাত। এমনকি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে হামলার ছবি।
অভিযোগকারী অমিত সরকার জানান, তাঁর সাইকেলের দোকান থেকে তিন হাজার এবং বাইকের সরঞ্জামের দোকান থেকে এক হাজার— মোট চার হাজার টাকা চাঁদা আগে চাওয়া হয়েছিল। তিনি সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই দাবি বেড়ে দাঁড়ায় ১০ হাজারে। অমিতের দাবি, “আমার ভাইকে দোকানে এসে বলা হয়, এখনই টাকা দিতে হবে। আমরা অস্বীকার করতেই আমার ওপর চড়াও হয় তারা। বেধড়ক মারধর করা হয়।”
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর আগে চাঁদাবাজি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলের অন্দরে। বর্তমানে গ্রেফতার হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
