
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা:- আর মাত্র মাস দুয়েক বাকি,ঠিক তারপর বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব। একেই লকডাউনের জেরে অসংখ্য মানুষ কর্ম হারা। এবার পুজোর আগেই বন্ধ হলো খাদিমের জুতোর কারখানা। আজ সকালে কাজে এসে কারখানার গেট বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়লো কাকিনাড়া পানপুরের খাদিমের জুতো কারখানার শ্রমিকরা।কারখানার শ্রমিক দের অভিযোগ তাদের খুব কম বেতনে খাটানো হয়। লকডাউনের সময় কারখানা বন্ধ থাকাকালীন বকেয়া বেতনও দেয়নি মালিক কতৃপক্ষ। ফলে সব মিলিয়ে যদি এভাবে পুজোর মুখে কারখানা বন্ধ থাকে, তাহলে তাদের চরম আর্থিক সংকটে পড়তে হবে । তাই বিক্ষোভে সরব হন জুতো কারখানার কর্মচারীরা। যদিও মালিক পক্ষ এখনো পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করে নি ।



















