রাজ্য – পুজোর আগে ফের তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। কয়েকদিন আগেও টানা বৃষ্টিতে ভিজেছিল শহর ও জেলা, তখন মনে হয়েছিল কবে এই বৃষ্টি পিছু হটবে। তবে আবহাওয়া পাল্টে গিয়ে কাঠফাটা রোদ উঠতেই ঘেমেনেয়ে একাকার সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বৃষ্টি থেকে সাময়িক মুক্তি মিলবে, আর ঠিক তাই-ই হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্বল্পক্ষণ বৃষ্টি হবে। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না—কিছুক্ষণ ঝিরিঝিরি বা ঝোড়ো বৃষ্টি নামার পরই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া অফিস।
