পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, আগেই মিলবে বেতন ও পেনশন

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, আগেই মিলবে বেতন ও পেনশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পুজোর আনন্দকে আরও বাড়িয়ে দিতে রাজ্য সরকার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড় সুখবর দিল। অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন ও পেনশন এবার আগেভাগেই দেওয়া হবে। সাধারণত মাসের শেষে বেতন দেওয়া হলেও, এ বছর দুর্গাপূজার দীর্ঘ ছুটির কারণে (২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত) কর্মীদের সুবিধার্থে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি কর্মচারী ও গ্রান্ট-ইন-এইড কর্মীরা ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যেই বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সহায়তা পেয়ে যাবেন। অন্যদিকে, পেনশনভোগীরা তাঁদের পেনশন পাবেন ১ অক্টোবর। সেদিনই ‘জয় বাংলা’ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো সামাজিক প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টেও টাকা জমা হবে। সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগী—সবাই উৎসবের আগে খুশির আবহে ভাসছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top