পুজোর আগে সেতু-রাস্তা সংস্কার ও বিশেষ বাস পরিষেবায় জোর প্রশাসনের

পুজোর আগে সেতু-রাস্তা সংস্কার ও বিশেষ বাস পরিষেবায় জোর প্রশাসনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে দুর্গা পুজো। তবে গত কয়েক মাস ধরে টানা বর্ষণে কলকাতার একাধিক রাস্তার অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। তাই উৎসবের আগে শহরের সেতু ও রাস্তাঘাট মেরামত এবং পরিবহণ ব্যবস্থাকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। কেএমডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ইএম বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ ও ৪ নম্বর ব্রিজের সংস্কারের কাজ শেষ হয়েছে। পাশাপাশি শিয়ালদহ উড়ালপুলের মেরামতির কাজও জোরকদমে চলছে। ক্ষতিগ্রস্ত ওই উড়ালপুলে প্রথমে বিটুমিনাস ম্যাক্যাডামের ৫০ মিমি স্তর বসানো হচ্ছে, তার উপর আরও একটি ২৫ মিমি পুরু ম্যাস্টিক স্তর দেওয়া হবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই এই কাজ শেষ হবে। শুধু শিয়ালদহ নয়, আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতুর দক্ষিণমুখী অ্যাপ্রোচ র‌্যাম্প, জিরাট ব্রিজ, জীবনানন্দ সেতু এবং বাঘাযতীন রেল ওভারব্রিজের সংস্কারকাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে শহরের বিভিন্ন উড়ালপুলের রেলিংয়ে নতুন রং করা হচ্ছে।

কলকাতার পাশের শহর হাওড়াতেও রাস্তাঘাট সংস্কার চলছে। বিশেষত দুই চাকার যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা বেনারস রোড ও বেলিলিয়াস রোডের মেরামতির কাজ দ্রুত এগোচ্ছে। যদিও আরও কিছু রাস্তা সংস্কারের কাজ শুরু করার আগে আর্থিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রশাসন। অন্যদিকে, নাগরিকদের কেনাকাটা ও ঠাকুর দেখাকে সহজ করতে পরিবহণ দফতর চালু করছে ‘শপিং স্পেশ্যাল’ বাস পরিষেবা। পুজোর আগে প্রায় ১৫ দিন ধরে শনিবার, রবিবার-সহ ছুটির দিনে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস চলবে। পাশাপাশি পঞ্চমী থেকে নবমী পর্যন্ত বিশেষ নাইট বাসও নামানো হবে। সব মিলিয়ে সেতু সংস্কার ও অতিরিক্ত বাস পরিষেবার ফলে উৎসবের দিনগুলোতে শহরবাসীর যাতায়াত আরও নির্বিঘ্ন হয়ে উঠবে বলে আশা করছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top