পুজোর কলকাতায় এবার চলবে দোতলা বাস, বুকিং কবে চটজলদি জানুন

পুজোর কলকাতায় এবার চলবে দোতলা বাস, বুকিং কবে চটজলদি জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুজোর কলকাতায় এবার চলবে দোতলা বাস, বুকিং কবে চটজলদি জানুন। বাংলার পর্যটন দপ্তরের হাত ধরে দোতলা বাসের নস্টালজিয়া আবার ফেরত আসছে কলকাতায়। থেকে যেমন কলকাতা সহ বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলের একের পর এক দূর্গা পূজা উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবারে ইউনেস্কোর পক্ষ থেকে আন্তর্জাতিক স্বীকৃতির পরে স্বাভাবিকভাবেই দুর্গাপূজা নিয়ে আপামর বাঙালির উৎসাহ বেড়ে গিয়েছে কয়েক গুণ।

 

তার মধ্যেই এবারে দোতলা বাসে চড়ে কলকাতার দর্শনীয় স্থান গুলির পাশাপাশি পুজো প্যান্ডেল ঘুরে দেখার সুবিধে হাতের নাগালে নিয়ে আসছে রাজ্য পর্যটন দপ্তর। আগামী মঙ্গলবার রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় উদ্বোধন করবেন নতুন এই পরিষেবার। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে বিদেশের ধাঁচে হুডখোলা বাসে সিটি ট্যুর অভিনব বিষয় তো বটেই।

 

 

ক্যাথিড্রাল রোড অর্থাৎ রবীন্দ্র সদন থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জোনস চার্চ, ডেকারর্স লেন হয়ে বাস যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট পর্যন্ত। কলকাতার দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে ফেলা যাবে এই বাসেই। সোমবার বাদে প্রতিদিন বেলা ১১ ও বেলা ১২টায় রবীন্দ্র সদনের সামনে থেকে ছাড়বে বাস দুটি। পরিষেবা মিলবে সন্ধে ৬টা পর্যন্ত।

 

আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে

বাসের বাইরে ও ভিতরে দেওয়া আছে রাজ্য পর্যটন দফতরের বিজ্ঞাপন। বাসের সিটে থাকছে কাঞ্চনজঙ্ঘা, দিঘা, সুন্দরবন-সহ একাধিক জায়গার ছবি। ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, রাইটার্স, রেড রোড, আউট্রাম ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ কলকাতার হেরিটেজ দেখানো হবে দোতলা থেকে। আর সঙ্গে দেখা মিলবে পুজোর কলকাতার।

 

 

রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করা যাবে এই বাস রাইড। জামসেদপুরের সংস্থা বেবকো তৈরি করে ডাবল ডেকার বাস। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইন্সটিটিউট অফ রোড ট্রান্সপোর্ট থেকে সেই বাস রাস্তায় চলাচল বা যাত্রী পরিবহণের ছাড়পত্র পেয়েছে। ৯০ লক্ষ টাকায় এই দুটি বাস কেনে রাজ্য পরিবহণ দফতর। বাসের ভাড়া মাত্র ৫০ টাকা। এত সস্তায় কলকাতা ঘোরার সুযোগ ভাবনাতীত। এক টিকিটেই পুরো রুট ঘোরা যাবে আবার বাসযাত্রার যেকোনও স্টপেজ থেকেই বাসে ওঠা ও নামা যাবে।
নীচের ডেকে রয়েছে ১৪ টি আসন। এই বাসে দাঁড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ আসন ফাঁকা থাকলেই ওঠা যাবে বাসে। বাসের উপরের হুডখোলা ডেকে রয়েছে ১২টি আসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top