রাজ্য – পুজোর সময় বৃষ্টি মাথায় কেটেছে, তবুও উৎসবের উচ্ছ্বাসে কমতি পড়েনি। মাঝে মাঝে রোদ দেখা গেলেও অধিকাংশ সময়ই আকাশ কালো এবং ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। পশ্চিমবঙ্গবাসী (West Bengal) এহেন আবহাওয়া থেকে মুক্তি কবে পাবেন তা জানতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে নজর রেখেছেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের পথে ফিরছে, তবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির প্রভাব সক্রিয় হতে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল থেকে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্তত ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওই ৯টি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
নির্দিষ্টভাবে উত্তরবঙ্গের কিছু জায়গা কিছুটা স্বস্তি পাচ্ছে। আজ কোনও জায়গায় ভারী সতর্কতা জারি করা হয়নি, তবে আগামী শনিবার পর্যন্ত সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ বাংলাদেশ ও উত্তর ওড়িশায় দুটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে, যার প্রভাবেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে।
প্রকৃতি যেমন মনোরম, তেমনই ভয়ঙ্কর। উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রাণহানির কারণ না হলেও এটি দৈনন্দিন জীবনে বড়সড় বাধার সৃষ্টি করেছে। তবে আশার কথা, শনিবারের পর বৃষ্টির প্রকোপ কমবে। ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে কিছু অঞ্চলে বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
