রাজ্য – শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু উৎসবের আনন্দে বৃষ্টি কিছুটা ভাঁটা ফেলতে পারে। চলতি বছর পুজোর মাসেও বৃষ্টির চোখ রাঙানি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অক্ষরেখা আরবসাগর থেকে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। যদিও ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবু তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও সঙ্গে গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে। হাওয়া অফিসের অনুমান, সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে সোমবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন আসবে।
শুক্রবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ সহ উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া। কলকাতার ক্ষেত্রেও শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আলিপুর। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে, কখনো মেঘের খেলা আবার কখনো রোদের মেলা দেখা যাবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে আকাশের খামখেয়ালিপনায় রাজ্যবাসীর উদ্বেগ বাড়ছে। পুজোর আগে ব্যবসায়ীরাও দুশ্চিন্তায় পড়েছেন। এই সময়ে কেনাকাটা থেকে শুরু করে বিক্রির পরিমাণ সাধারণত বেড়ে যায়। কিন্তু বৃষ্টির কারণে তাতে টান পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই অনলাইন শপিংয়ের প্রভাবে দোকানে কেনাকাটায় কিছুটা ভাটা পড়েছে। তার ওপর যদি পুজোর মুখে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ব্যবসায়ীদের দুশ্চিন্তা আরও বাড়বে।
