মালদা – পুজোর আগে বড়সড় সমস্যায় মালদার ইংরেজবাজারের একাধিক পূজো কমিটি। অভিযোগ, কলকাতার ডেকোরেটার ব্যবসায়ী সুদীপ্ত পালকে প্যান্ডেলের বরাত দিলেও অর্ধেক কাজ করেই রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছেন তিনি ও তাঁর কর্মীরা। কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ ও হিমালয় সংঘের মতো বিগ বাজেটের পূজোগুলির আয়োজন এখন অনিশ্চয়তায়। পূজো কমিটির সদস্যদের অভিযোগ, হোটেল থেকে চেক-আউট করে ফোনও সুইচ অফ করে দিয়েছেন ওই ব্যবসায়ী। ফলে শেষ মুহূর্তে প্যান্ডেল সাজানো নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন পূজো কমিটির সদস্যরা। বাধ্য হয়ে এখন এলাকার অন্যান্য ডেকোরেটারদের সাহায্য চাইছেন তারা, যাতে সময়মতো প্যান্ডেল তৈরি শেষ করা যায়।
