পুজোর মুখে বন্যার কবলে ঘাটাল, জলের তলায় একাধিক প্যান্ডেল

পুজোর মুখে বন্যার কবলে ঘাটাল, জলের তলায় একাধিক প্যান্ডেল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর – পুজোর ঠিক আগেই ফের বন্যার কবলে পড়ল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। শিলাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঘাটাল শহর এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দুর্গাপূজার উদ্যোক্তারা। বহু জায়গায় প্যান্ডেল তৈরির কাজ থমকে গেছে, আবার কোথাও কোথাও তৈরি হওয়া মণ্ডপও জলের তলায় চলে গেছে। উৎসবের মরশুমের ঠিক আগে এমন পরিস্থিতিতে চিন্তায় পড়েছেন পুজো কমিটি এবং স্থানীয় বাসিন্দারা।

ঘাটাল শহরের বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, তাদের অনেক প্যান্ডেলই এখন জলের নিচে। এর ফলে একদিকে যেমন কাজ বন্ধ হয়ে গেছে, তেমনই আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্যান্ডেলের কাঠামো, সাজসজ্জার সামগ্রী এবং আলোকসজ্জার বিভিন্ন উপকরণ জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে, এ অবস্থায় নির্ধারিত সময়ে পুজো করা আদৌ সম্ভব হবে কি না। উৎসবের সময় এমন দুর্ভাগ্যজনক ঘটনার কারণে স্থানীয় বাসিন্দারাও হতাশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং শিলাবতী নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়াতেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবছরই পুজোর আগে বা চলাকালীন ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। তবে এ বছর পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি গুরুতর বলে দাবি করছেন স্থানীয়রা।

পুজো কমিটির উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছেন। দ্রুত জল নামানোর জন্য এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা। তবে এই পরিস্থিতিতে সময়মতো পুজোর আয়োজন করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে উঠেছে ঘাটাল জুড়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top