রাজ্য – আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এ সময় শহর ও গ্রামে চলছে জোরকদমে কেনাকাটা। তবে উৎসবের আনন্দে ভাটা ফেলতে পারে একটানা বৃষ্টি। গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তেই বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারের ছুটির দিনেও এই অবস্থা থেকে নিস্তার নেই। এমনকি পুজোর মুখেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আজ কোনও বড়সড় সতর্কবার্তা জারি করা হয়নি। তবে আগামী মঙ্গলবার থেকেই পরিস্থিতি বদলাতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলোর জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এই দুই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত জলপাইগুড়িতে এবং রবিবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার ও কালিম্পংয়েও আগামী কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজোর মরশুমে কেনাকাটার ভিড় উপচে পড়ছে বাজারে। তবে এবছর আবহাওয়ার অনিশ্চয়তা মাথায় রেখে কেনাকাটার সময় ছাতা বা রেইনকোট সঙ্গী করাই বুদ্ধিমানের কাজ হবে।
