রাজ্য – পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি। চারিদিকে শরতের আমেজ ছড়ালেও আবহাওয়ার অনিশ্চয়তা এখনও কাটেনি। আকাশ একদিন নীল থাকলেও, হঠাৎ মেঘ জমে বৃষ্টি নামছে। হাওয়া অফিস জানিয়েছে, নতুন কোনও নিম্নচাপ তৈরি না হলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় রাজ্যে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দুর্গাপুজোর মুখে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের মঙ্গলবার সকালের আপডেট অনুযায়ী, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় আগামী কয়েক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বজ্রপাত, মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী বুধবারও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা বলবৎ থাকবে।
দক্ষিণবঙ্গেও আবহাওয়া পরিস্থিতি অনিশ্চিত। কলকাতার আকাশ মঙ্গলবার অংশত মেঘলা থাকবে বলে পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৮.২ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। সোমবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি হলেও আর্দ্রতার কারণে গুমোট পরিস্থিতি বজায় থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গেও বজ্রঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, যার মধ্যে কলকাতাও রয়েছে, বজ্রঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগজনক। বুধবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ বাদে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহভর দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এছাড়া, আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মৌসুমি বর্ষা ২০২৫-এ, ১ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় মোট ১১৫৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৩ শতাংশ বেশি। এর মধ্যে ১৩টি জেলায় বৃষ্টিপাত স্বাভাবিক, ৫টি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি ৫টি জেলায় বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।
সব মিলিয়ে বলা যায়, দুর্গাপুজোর মুখে আবহাওয়ার অনিশ্চয়তা এখনো কাটেনি। পুজোর দিনগুলোতে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থেকে রেহাই নেই, তাই সতর্কতাই ভরসা।
