পুজোর মুখে মালদার গাজোলে জাল নোট কাণ্ডে চাঞ্চল্য

পুজোর মুখে মালদার গাজোলে জাল নোট কাণ্ডে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – পুজোর প্রাক্কালে মালদার গাজোলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার গাজোলের মশালদিঘি হাটে বাজার করতে এসে ৫০০ টাকার ১৩টি জাল নোটসহ এক যুবককে হাতেনাতে ধরে ফেলল উত্তেজিত জনতা। অভিযুক্তের নাম সাদিকুল আলম, বাড়ি চাঁচল থানার গোয়ালপাড়া এলাকায়। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদিকুলকে জনতার রোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিকুল প্রথমে এক কৃষকের কাছ থেকে সবজি কেনেন। এরপর আরেকটি দোকানে বেগুন কেনার সময় নোটটি জাল বলে সন্দেহ হওয়ায় তাঁকে ঘিরে ধরা হয়। তবে তৃতীয় দোকানে গিয়ে তিনি পুরোপুরি হাতেনাতে ধরা পড়ে যান। জানা গেছে, ৬০ টাকার সবজি কিনে সাদিকুল ৫০০ টাকার জাল নোট দেন। দোকানদার তাঁকে ৪৪০ টাকা ফেরত দেওয়ার পরই নোটটি জাল বলে বুঝতে পারেন। মুহূর্তের মধ্যেই হাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযুক্তকে ঘিরে ধরে মারধর শুরু করেন।

খবর পেয়ে গাজোল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তকে উদ্ধার করে দেহ তল্লাশি করলে আরও ১২টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, সাদিকুল বাইকে করে হাটে এসেছিলেন। জাল নোটের এই চক্রের উৎস ও এর পেছনে কারা যুক্ত, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনার পর থেকেই মশালদিঘি হাটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ৫০০ টাকার নোট লেনদেনে এখন চরম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এক ব্যবসায়ী ইতিমধ্যেই গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুজোর আগে জাল নোটের কারবার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ী মহল আশা করছে, পুলিশ দ্রুত এই চক্রের মূল পাণ্ডাদের গ্রেফতার করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top