পুজোর মুখে রাজারহাটবাসীর জন্য সুখবর। চালু হল নতুন মিনি বাস রুট।

পুজোর মুখে রাজারহাটবাসীর জন্য সুখবর। চালু হল নতুন মিনি বাস রুট।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৮অক্টোবর ২০২০: রাজারহাট ডিরোজিও কলেজের পাশ থেকে বিবাদিবাগ পর্যন্ত বাস পরিষেবা চালু হল। আজ থেকে ৮ টি বাস পথ চলা শুরু করল।

আগামীদিনে আরো বাস দেওয়া হবে এই রুটে। আজ রাজারহাট ডিরোজিও কলেজের পাশ থেকে নতুন বাস রুটের সূচনা করেন বিধাননগর পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি। তাঁরই উদ্যোগে রাজারহাটের মানুষের যাতায়াতের সুবিধার্থে এই বাস রুট চালু করা হল। এছাড়া উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দেবরাজ চক্রবর্তী, প্রশাসক মন্ডলীর সদস্য রহিমা বিবি মন্ডল, বিধাননগর এসিপি (নিউটাউন) সমবৃতি চক্রবর্তী, নারায়ণপুর থানার আইসি তুষার কান্তি সরদার, এয়ারপোর্ট ট্রাফিক ইন্সপেক্টর সুশান্ত মন্ডল, ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বোস ও কৌশিক কর।
বাস রুট- রাজারহাট ডিরোজিও কলেজ থেকে ২১১ রোড ধরে চিনারপার্ক, লোকনাথ মন্দির, জোড়ামন্দির হয়ে ভিআইপি রোড ধরে বাগুইআটি, কেষ্টপুর, লেক টাউন, উল্টোডাঙ্গা, খান্না হয়ে বিবাদিবাগ পর্যন্ত যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top