পুজোর সময় কড়া নজরদারি: ছুটি বাতিলের নির্দেশ লালবাজারের

পুজোর সময় কড়া নজরদারি: ছুটি বাতিলের নির্দেশ লালবাজারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা -পুজোর সময় শহরে নির্বিঘ্নে যান চলাচল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজো ও পরবর্তী উৎসবের সময় কোনো পুলিশ কর্মী বা কর্মকর্তা ছুটি নিতে পারবেন না। জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ছুটি মঞ্জুর করা হবে না বলে কড়া নির্দেশ জারি করেছেন পুলিশ কমিশনার।

লালবাজার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে চলবে উৎসবের মরসুম। এই সময় শহরে মানুষের ভিড় ও যানজট সামলাতে সর্বাধিক সংখ্যক পুলিশ কর্মী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে ২১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এবং ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর—এই দুটি গুরুত্বপূর্ণ সময়সীমায় কোনো স্তরের পুলিশ কর্মী বা কর্মকর্তার ছুটি অনুমোদন করা হবে না।

শুধু আইন-শৃঙ্খলা বজায় রাখা নয়, দুর্গাপুজোর কেনাকাটার ভিড় সামলাতে এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর সময় শহরের বাজার, শপিং মল ও গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও, ব্যারাকে থাকা পুলিশ কর্মীদের ব্যারাক না ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে তাঁদের দ্রুত কাজে লাগানো যায়।

শহরজুড়ে দুর্গাপুজোকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লালবাজারের এই কঠোর পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনের মতে, এই সিদ্ধান্তের ফলে যানজট কমবে, নিরাপত্তা বাড়বে এবং শহরে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top