কলকাতা – অতিভারী বৃষ্টির দাপটে জলমগ্ন হওয়া মহানগরী অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরেছে বুধবারেই। এর মধ্যেই ধরা পড়েছে শহরের সেরা উৎসবের রঙিন মেজাজ। পুজোর আমেজে ভেসে গেছে রাজ্য, আর সেই আবহেই বৃহস্পতিবার একাধিক পুজো উদ্বোধনে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুরে বাড়ি থেকে জেলার বিভিন্ন পুজোমণ্ডপের ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে সূচনা করবেন তিনি। এরপর বিকেলে মুখ্যমন্ত্রী রওনা দেবেন নিউ আলিপুরের সুরুচি সংঘে। এই পুজো দীর্ঘদিন ধরে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যুক্ত। সেখানে মণ্ডপ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর পরবর্তী গন্তব্য আলিপুর বডিগার্ড পুলিশ লাইন। এ বছর এখানে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজোমণ্ডপ, যা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।
এছাড়াও আরও কয়েকটি পুজোমণ্ডপ উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর সূচিতে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ নজর থাকবে পুজো উদ্বোধনের খবরে এবং শহরের উৎসব-উদ্দীপনার দিকে।
