পুজো কার্নিভালে পুরুলিয়ার ১৫টি কমিটি অংশ নিচ্ছে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

পুজো কার্নিভালে পুরুলিয়ার ১৫টি কমিটি অংশ নিচ্ছে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুজো কার্নিভালে পুরুলিয়ার ১৫টি কমিটি অংশ নিচ্ছে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের। পুজো কার্নিভাল হবে পুরুলিয়ায়। ৭ই অক্টোবর সেই কার্নিভালে যোগ দেবে ১৫টি পুজো কমিটি। প্রস্তুতি শেষ হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর। জেলাশাসক রজত নন্দা জানান, কার্নিভাল-কে আকর্ষণীয় করে তুলতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার কার্নিভাল নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসন এবং পুলিশের পদস্থ কর্তারা। এদিনের বৈঠকেই কার্নিভালের খুঁটিনাটি স্থির করা হয়। কার্নিভালে যোগ দেওয়ার জন্য বহু পুজো কমিটিকে চিঠি দেওয়া হয়েছিল।

 

তার মধ্যে ১৫টি পুজো কমিটি অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। পুজো কমিটিগুলিকেই নিজেদের খরচেই গাড়িতে করে প্রতিমা আনতে হবে। আনতে হবে সাংস্কৃতিক দলও। যাঁরা আনতে পারছেন না, তাদের জেলা তথ্য সাংস্কৃতিক দফতরের লোক সংস্কৃতির দল দিয়ে সহযোগিতা করা হবে। ওই সব দলের সদস্যেরা একই রঙের পোশাক পরবেন। শোভাযাত্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিকেল সাড়ে চারটায় শোভাযাত্রা শুরু হবে পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ময়দান থেকে বলে জানান জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী। তিনি আরও জানান, মেইন রোড ধরে তা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাবে।

আরও পড়ুন – কলকাতা-শ্রী সহ ৭টি শারদ সম্মান জাগরীর থিম “আলোর দিশারী-র” ঝুলিতে

সেখানে দুই পাশে মঞ্চের আসনে থাকা বিশিষ্ট অতিথি ও দর্শকদের সামনে অংশগ্রহণকারীরা তাঁদের দুর্গা প্রতিমা সহ বিভিন্ন ট্যাবলো সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন। তারপর মেইন রোড ধরে রথতলা পর্যন্ত পৌঁছাবে। রাস্তায় ধারে দাঁড়িয়ে তা দেখবেন দর্শকরা। কার্নিভালে অংশগ্রহণকারী সেরা পুজোগুলিকে পুরস্কার দেওয়া হবে।

 

শোভাযাত্রায় জেলা প্রশাসনের তরফেও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, দুর্গাপুজোর আন্তর্জাতিক স্তরের স্বীকৃতিকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরুলিয়ায়। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় দুর্গাপুজোর অন্তর্ভুক্তির জন্য কলকাতা সহ সারা রাজ্যে ওই অনুষ্ঠান হয়। সেবারেও পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়। মেইন রোড ধরে প্রায় আড়াই কিলোমিটার শহরের একাংশ পদযাত্রা করে ডাকবাংলো চত্বরে শেষ হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top