পুজো কার্নিভাল অনুষ্ঠিত করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শুক্রবার দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর এবং তমলুক পুরসভার আয়োজিত এই কার্নিভালে তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন পুজো কমিটি অংশ নিয়েছে। মোট ১৯টি ক্লাব এই কার্নিভালে অংশ নেয়।
কার্নিভালের জন্য তমলুকের মহকুমা শাসকের অফিসের সামনে হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের এক পাশে বিশাল মঞ্চ করা হয় অতিথি এবং আধিকারিকদের বসার জন্য। বিকাল পাঁচটা নাগাদ কার্নিভাল শুরু হয়। শোভাযাত্রা হাসপাতাল মোড় থেকে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে মহকুমা শাসকের অফিসের সামনে হয়ে নিমতলা মোড়ের দিকে যায়।
শোভাযাত্রা অনুষ্ঠান বর্ণাট্য করে তোলার জন্য বিভিন্ন দুর্গাপূজা কমিটি এবং সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠান করেন। এছাড়াও জেলার শতাধিক লোকশিল্পী কার্নিভালে থেকেছেন জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। কার্নিভাল মঞ্চ সংলগ্ন এলাকার রাস্তার দুপাশে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার, হোডিং বসানো হয়। রাস্তায় আলপনা আঁকা হয়ে ছিল সুন্দরভাবে। কার্নিভাল চলাকালীন শহরে যানবাহন চলাচল বন্ধ থাকে কিছু সময়ের জন্য।
আরও পড়ুন – আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিমা ভাসানে বাড়লো শব্দবাজির দাপট
উল্লেখ্য, সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শুক্রবার দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর এবং তমলুক পুরসভার আয়োজিত এই কার্নিভালে তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন পুজো কমিটি অংশ নিয়েছে। মোট ১৯টি ক্লাব এই কার্নিভালে অংশ নেয়। কার্নিভালের জন্য তমলুকের মহকুমা শাসকের অফিসের সামনে হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের এক পাশে বিশাল মঞ্চ করা হয় অতিথি এবং আধিকারিকদের বসার জন্য।
বিকাল পাঁচটা নাগাদ কার্নিভাল শুরু হয়। শোভাযাত্রা হাসপাতাল মোড় থেকে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে মহকুমা শাসকের অফিসের সামনে হয়ে নিমতলা মোড়ের দিকে যায়। শোভাযাত্রা অনুষ্ঠান বর্ণাট্য করে তোলার জন্য বিভিন্ন দুর্গাপূজা কমিটি এবং সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠান করেন। এছাড়াও জেলার শতাধিক লোকশিল্পী কার্নিভালে থেকেছেন জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। কার্নিভাল মঞ্চ সংলগ্ন এলাকার রাস্তার দুপাশে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার, হোডিং বসানো হয়। অনুষ্ঠিত করল