পুজো কার্নিভাল ঘিরে ব্যাপক উন্মাদনা আউশগ্রামের গোয়ালআড়া গ্রামে। আউশগ্রামের গোয়ালআড়া গ্রামে পুজো কার্নিভাল ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল এলাকাবাসীর মধ্যে। বিজয়াদশমীর বিকেলে গোয়ালআড়া সার্বজনীন পুজো কমিটির পুজো কার্নিভাল বের হয়। তাতে অংশ নেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ খান্দার, তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের কার্যকরী সভাপতি আব্দুল লালন প্রমুখ।
এই পুজো কার্নিভালে ছিল বিভিন্ন বাজনার দল, মহিলা ঢাকিদের দল, জীবন্ত প্রতিমার মডেল। পাশাপাশি হিন্দু, মুসলিম, খীষ্টান, শিখ, আদিবাসী এই জীবন্ত মানুষের মডেল নিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। গ্রামের মহিলারা শঙ্খ ধ্বনি দিয়ে গোটা গ্রাম পরিক্রমা করেন। গ্রামবাসীদের পাশাপাশি ঢাকের তালে নাচলেন বিধায়ক অভেদানন্দ থান্দার ও সভাপতি আব্দুল লালন। বৃষ্টির জন্য এদিন একটু অসুবিধা হয় পুজো উদ্যোক্তাদের।
আশপাশের গ্রামের মানুষ এই কার্নিভাল দেখতে সামিল হন। শামিল হন আউশগ্রাম ২ নম্বর ব্লকের ৭টি অঞ্চলের হাজার খানেক মহিলা ও পুরুষ। দশমীর মতোই একাদশীর দিনেও কার্নিভালের আয়োজন করা হয় সেখানে মহিলা ব্যান্ড পার্টি ও ছো নাচের দল অংশ নেয়। উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের এই কার্নিভালে সকল ধর্মের মানুষ যোগদান করেছিলেন। আগামী বছর একই ভাবে কার্নিভালের আয়োজন করা হবে এবং তাতে বেশকিছু চমক থাকবে।
আরও পড়ুন – কলকাতা-শ্রী সহ ৭টি শারদ সম্মান জাগরীর থিম “আলোর দিশারী-র” ঝুলিতে
উল্লেখ্য, আউশগ্রামের গোয়ালআড়া গ্রামে পুজো কার্নিভাল ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল এলাকাবাসীর মধ্যে। বিজয়াদশমীর বিকেলে গোয়ালআড়া সার্বজনীন পুজো কমিটির পুজো কার্নিভাল বের হয়। তাতে অংশ নেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ খান্দার, তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের কার্যকরী সভাপতি আব্দুল লালন প্রমুখ। এই পুজো কার্নিভালে ছিল বিভিন্ন বাজনার দল, মহিলা ঢাকিদের দল, জীবন্ত প্রতিমার মডেল। পাশাপাশি হিন্দু, মুসলিম, খীষ্টান, শিখ, আদিবাসী এই জীবন্ত মানুষের মডেল নিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। গ্রামের মহিলারা শঙ্খ ধ্বনি দিয়ে গোটা গ্রাম পরিক্রমা করেন।