পুজো শেষে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

পুজো শেষে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মায়ের বিদায় বেলায়ই আবহাওয়া দফতর জানিয়েছিল, রাজ্যজুড়ে নেমে আসতে পারে দুর্যোগ। সেই মতো নবমীর রাত থেকেই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি নেমে এসেছে। একাদশীতেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে দুই মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে।

দুই ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বাদশীর দিন দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের জন্য অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামেও বৃষ্টিপাত চলবে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ওড়িশায় প্রবেশ করেছে একটি নিম্নচাপ। গোপালপুরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার পর সেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। দক্ষিণ ওড়িশা উপকূলে এই অতি গভীর নিম্নচাপের প্রভাবই এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top