কেমন দেখতে নুসরত-পুত্র ? জেনে নিন । একটু বেশিই স্পেশাল ছিল নুসরত – যশের এই বছরের দীপাবলি । দীপাবলিতে দুই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন যশ দাশগুপ্ত। এদিন গোটা পরিবার সেজছিল বেগুনি পোশাকে। নুসরত থেকে যশ, আর যশের দুই ছেলে সবাই রং মিলিয়ে জামা পরেছিলেন এদিন। তবে, একরত্তি ঈশানের ছবি সামনে আসার পর থেকেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। খুদেকে কার মতো দেখতে, তা নিয়েই তর্ক চলছে!
গত ২৬ অগাস্ট নুসরতের কোল আলো করে এসেছে তাঁদের ফুটফুটে পুত্র সন্তান ঈশান। দুর্গাপুজোতে একসঙ্গে লেন্সবন্দী হয়েছেন ‘যশ – নুসরত ‘। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে তাঁদের একসঙ্গে ছবি। দীপাবলিওতেও বেগুনী রঙা ট্রাডিশনাল ম্যাচিং পোষাকে নজর কেড়েছেন তাঁরা।
যশ- নুসরতের সম্পর্কের শিলমোহর পড়ার পর, সকলে অপেক্ষায় ছিলেন ছোট্ট ঈশানের এক ঝলকের। একরত্তির বাবা -মা দু’জনেই নিজেদের ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন আদরের ছেলের ছবি। যশের শেয়ার করা ছবিতে রয়েছে আরও একটা বিষয় নজরে পড়ার মতো। দুই’ ছেলের ছবি একসঙ্গে শেয়ার করলেন যশ।
তাঁর প্রথম স্ত্রী শ্বেতা সিং কালহানসের সঙ্গে তাঁর ছেলের বয়স ১০ বছর। সিঙ্গেল পেরেন্ট হিসাবেই তাঁকে এতদিন বড় করছিলেন যশ। সম্প্রতি কাশ্মীর থেকে ফিরেছেন ‘যশরত’। এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেইনমেন্টসের হাত ধরেই আবার পর্দায় জুটিতে দেখা যাবে যশ – নুসরতকে।
আর সেই ছবির প্রথম গানের শ্যুট ভূস্বর্গে সেরে এসেছেন তাঁরা। এর আগে ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’ -র মতো ছবিতে একসঙ্গে জুটিতে দেখা গিয়েছিল যশ ও নুসরতকে। মাঝে দু’জনের জীবনে বয়ে গেছে ঝড়। তাই ফের একসঙ্গে দু’জনকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় অনুগামীরা।
আর ও পড়ুন হাওড়ায় তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী
বহু বিতর্কের পর গত মাতৃত্বের স্বাদ অনুভব করেন অভিনেত্রী নুসরত জাহান। অভিনেতা যশ দাশগুপ্ত এই কঠিন লড়াইয়ের পাশে শুরু থেকেই সঙ্গী হিসেবে ছিলেন। তাই সন্তানের পিতৃ পরিচয় প্রকাশ্যে না এলেও কঠিন সময়ে অভিনেত্রীর পাশে ছিলেন তিনি।পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম হয়। তার জন্মের পর থেকেই নেট মাধ্যমে নবজাতকের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বিগত কয়েকমাস ধরে বারবার প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছে ‘যশরত’-কে তাঁদের সম্পর্ক নিয়ে। এমনকী ঈশানের বাবা কে? এই নিয়েও কম ঝক্কি পোহাতে হয়নি নুসরতকে। গর্ভাবস্থার শেষ দিকে সরাসরি না হলেও, বিভিন্ন আকার -ইঙ্গিতে সকলকে নিত্যদিনই জানান দিয়েছিলেন, যশের সঙ্গেই রয়েছেন তিনি। এরপর ধীরে ধীরে গোপনীয়তা আলগা করছেন এই টলি তারকা জুটি। প্রেম, সম্পর্ক সবটাই নিজে থেকে প্রকাশ্যে আনছেন তাঁরা।