
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ১৫ মে, পুত্রের সামনে মা কে শুঁড় দিয়ে আছড়ে পদপিষ্টে মেরে ফেললো বুনো হাতি। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, গোপালবাহাদুর বস্তির বাসিন্দা মিনা সুব্বা তার ছেলেকে নিয়ে মাঠে ঘাস কাটতে যায় এবং ঘাস কেটে ঘরে ফিরছিল ঠিক তখন ঘরের সামনে একটি বুনো হাতে মিনার উপর আক্রমণ চালায় এবং তাকে প্রথমে শুঁড় দিয়ে আছাড় মারে এবং পড়ে পা দিয়ে তার মাথা থেতলে দেয়। ঘটনাস্থলে হ্যামিণ্টণগঞ্জ রেঞ্জের অন্তগত ভার্ণাবাড়ি বীটের বনকর্মীরা পৌছেছে। কালচিনি পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ ছেত্রি জানান এই গ্ৰামে মাঝে মধ্যেই হাতির হানার ঘটনা ঘটে।



















