তিনদিন আগে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত বংশীবদনপুর গ্রামে কবর থেকে তোলা হয়েছিল ৪ মাস পুরনো মৃতদেহ। সেই মৃতদেহ ময়নাতদন্তের পর পুনরায় কবরস্থ করতে গিয়ে গ্রামবাসীদের বাধার সম্মুখীন হল প্রশাসন এবং মৃতের পরিবার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। সূত্রের খবর দুই দিন হয়ে গেলেও স্থানীয় কবরস্থানে কবরস্ত করতে দেওয়া হয়নি নরকঙ্কালটিকে এবং গ্রামছাড়া করা হয়েছে মৃতের পরিবারকেও। শুক্রবার ঘটনার তৃতীয় দিনে নরকঙ্কালটিকে ওই পুরনো কবরেই দাফন করতে দেওয়ার দাবিতে মৃতের মা গ্ৰামবাসীদের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। পরবর্তীকালে দেহটিকে দাফন করতে দিলেও মৃতের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেয় গ্রামবাসীরা। বর্তমান ডিজিট্যাল যুগেও সমাজ থেকে আলাদা করে দিয়ে অনেক প্রশ্নের মুখে গ্রামীণ সমাজ l