হিঙ্গলগঞ্জ বোমা বিস্ফোরণ কান্ডে পুনর্নির্মাণ গ্রেপ্তার আরো ২, মোট তিনজন। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দক্ষিণ বাঁকড়া গ্রামে চলতি মাসের ২,রা জুন বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় বোমা বানাতে গিয়ে মৃত্যু হয় এক যুবকের নাম আতাউল শেখ। বছর ২৫,এর যুবক সুজন গাজী ডানা হাত উড়ে যায় জখন বেশ কয়েকজন। সুজন এর খোঁজ এখনও পাওয়া যায়নি। ইতিমধ্যে মূল অভিযুক্ত ইকবাল আহমেদ ওরফে মুকুল গাজীকে পুলিশ গ্রেপ্তার করেছে, বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তার ১০,দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন।
পাশাপাশি দুই অভিযুক্ত বছর ৩০,এর মুসলিম গায়েন বছর ৩৫,এর মোবারক ঢালী। এরা সব ওই গ্রামে বাড়ি। তারা ঘটনাস্থলে ছিল এদের সহযোগিতায় কিভাবে মৃতদেহ, তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছিল। সেই অভিযোগে এই দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বয়ং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে অভিযুক্তদের সঙ্গে নিয়ে, ঘটনার পুনর্নির্মাণ করেন। ঐদিন কিভাবে বোমা বাধা হচ্ছিল তার পরে কিভাবে বিস্ফোরণ ঘটল।
আরও পড়ুন – ফের ঝাড়গ্রামে মাথা চাড়া দিল ম্যালেরিয়া আতঙ্ক
এমনকি মৃত যুবক আতাউরের দেহ লোপাটের চেষ্টা করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনায় পুনর্নির্মাণ করেন, সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে পুলিশিএই তদন্ত করেছে। ইতিমধ্যে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে এই নিয়ে মোট তিনজন গ্রেপ্তার হয়েছে। ধৃত মুসলিম ও মোবারক এই দুজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তারপর নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনা দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করছে পুলিশ। এখনো বোমায় হাতুরিয়া সুজন গাজী নিখোঁজ। তার মা ও স্ত্রী এই ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল আহমেদ ওরফে মুকুল গাজীকে পুরো এই ঘটনার দায় চাপিয়েছেন। এবং ছেলেকে দ্রুত তাদের ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। পাশাপাশি মুকুলের সাম্রাজ্য ধীরে ধীরে যেভাবে বেড়েছে তাতে ক্ষোভ উগরে দিয়েছেন।