ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য দেখা করতে এলেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। ফোর লেনের রাস্তায় জন্য ভাঙা পরছে বহু দোকানপাট । ব্যবসায়ীরা দীর্ঘদিন দাবি করেছিল তাদের পুনর্বাসনের জন্য । অনেকদিন থেকেই দফায় দফায় প্রশাসনিক অধিকারতাদের সাথে ব্যবসায়ীদের বৈঠক হচ্ছিল । সেই মর্মে আজ আলিপুরদুয়ার 1 নং ব্লকের শিলবারিহাট ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে জেলা ও ব্লক এর প্রশাসনিক অধিকারতাদের বৈঠক হয় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক অফিসে ।
পরবর্তীতে তারা শিলবারি হাটে আসেন, এবং পুনর্বাসন এর জন্য যে সমস্ত জায়গা গুলি ঠিক করা হয়েছিল সেই সমস্ত জায়গা গুলি পরিদর্শন করেন SDO, BDO, BLRO, JELA PORISHODH এর আধিকারিকরা । প্রশাসনিক তরফে জানানো হয়, তারা শিলবারি হাটের বাজারের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে ।।
শীল বাড়ি হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক জানান, জেলা পরিষদের অধীনে শিলবারিহাট বাজারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে বহু সেট ঘর, আমরা চাই ওই সেট ঘরগুলি ভেঙ্গে পুনরায় করা বিল্ডিং করা হোক এবং যারা বর্তমানে ওখানে ব্যবসা করছেন তারা বিল্ডিং এর নিচেই থাকবে, এবং যাদের ফোর লেনে দোকানপাট ভাঙ্গা পড়ছে তাদের পুনর্বাসন করে দোতলা কিংবা তিন তালায় দোকান দেওয়া হোক ।
আর ও পড়ুন কাজু শিল্পের উপর সরকারি বাড়তি শুল্ক, বিপাকে কাজু ব্যবসায়ীরা
উদয়ন ক্লাব এর পক্ষ থেকে জানানো, তাদের ক্লাবের সিংহ ভাগ অংশই চলে যাচ্ছে এই চার লেনে, যতটুকু রয়েছে তার মধ্যে সরকারি জিম, সরকারি গ্রন্থাগার এবং ক্লাব কক্ষ করা হোক, যদি এই সমস্ত না করে ব্যবসায়ীদের জন্য ক্লাবে জায়গাটুকু দিয়ে দেওয়া হয় তাহলে ক্লাবের পুনর্বাসন কোথায় হবে । তাই তারা চাইছেন বাজারের সেট ঘরগুলি ব্যবহার করা হোক ।
ফ্রেন্ডস ইউনিয়ন এর পক্ষ থেকে জানানো হয়, তাদের জায়গায় তারা নিজেরাই বিল্ডিং করবেন এবং ব্যবসায়ীদের তারা নিজেরাই ভাড়া দেবেন তারা পূনর্বাসনের জন্য সরকারকে সেখানে বিল্ডিং করতে দিতে চান না কিন্তু তারা ব্যাবসায়ী দের পুনর্বাসন চান ।