নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি, পুরনিগমের জঞ্জাল থেকে তৈরি সার এবার সহজেই পাওয়া যাবে শিলিগুড়ির বাজারে।সাথে সেই সারের দাম রাখা হয়েছে অতি সামান্য। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সারকে বাজারজাত করলেন পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য। একইসঙ্গে এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজনকে বিনামূল্যে সারের প্যাকেট গুলি তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, আপাতত শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ের সামনে স্বনির্ভর গোষ্ঠীর জিনিসের দোকানে পাওয়া যাবে এই সারের প্যাকেট গুলি। পরবর্তীতে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে পুরনিগমের তৈরি সার। গত বছর পুরনিগমের ডাম্পিং গ্রাউন্ডের পাশের জঞ্জাল থেকে এই সার তৈরি অত্যাধুনিক মেশিন স্থাপন করেছিল শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি পুরনিগম আশা করেছে, এরফলে একদিকে যেমন ডাম্পিং গ্রাউন্ডে জঞ্জালের চাপ কমবে তেমনি বাড়তি কিছু আয় হবে পুরনিগমের।